"প্রথম শিক্ষা গুরু " (নন্দা মুখার্জী) ++++++++++++++++++++++++++++ তোমার হাতটি ধরে আমার- . ... ........................ . ....প্রথম হাটতে শেখা- . . .... .............. . . তোমার মুখের বুলি শুনেই- ...................................................................আমার প্রথম কথা বলা শেখা- . . . দুষ্টুমি কোরলে বোকেছ যত- কাছে টেনে আদর করেছো শত- অন্যায় কোরলে চোখ পাকিয়ে- তাকিয়েছ মুখের দিকে- . . . . ... . . . .
. সেই চাউনিই আজও আমার- অন্যায়ের পথ হতে- চীনের প্রাচীর হয়ে দাড়ায় চারিদিকে- তোমার শিক্ষা আজও আমার- চলার পথের পাথেয় - আজও আমার কানে বাজে - .. . . . . . . . . . . " অন্যায়ের পথ হতে দূরে থেকো "- "মিথ্যা বলা মহাপাপ"- প্রথম তোমার কাছেই শোনা- আদর্শলিপি পড়ার আগেই- শিখিয়েছিলে একশ গোনা - তুমিই আমার প্রথম শিক্ষাগুরু - . . . . . . . . . . . . . ...... . . . . . তুমি যে আমার সোনা মা- . . . . ....... . . . . .. . . . ... এই ভুবনে তোমার মাগো- . . . . . . . . . . . . . . .....নেই যে কোনোই তুলনা /08.05.16 ( নন্দা )...2-30 PM.
. সেই চাউনিই আজও আমার- অন্যায়ের পথ হতে- চীনের প্রাচীর হয়ে দাড়ায় চারিদিকে- তোমার শিক্ষা আজও আমার- চলার পথের পাথেয় - আজও আমার কানে বাজে - .. . . . . . . . . . . " অন্যায়ের পথ হতে দূরে থেকো "- "মিথ্যা বলা মহাপাপ"- প্রথম তোমার কাছেই শোনা- আদর্শলিপি পড়ার আগেই- শিখিয়েছিলে একশ গোনা - তুমিই আমার প্রথম শিক্ষাগুরু - . . . . . . . . . . . . . ...... . . . . . তুমি যে আমার সোনা মা- . . . . ....... . . . . .. . . . ... এই ভুবনে তোমার মাগো- . . . . . . . . . . . . . . .....নেই যে কোনোই তুলনা /08.05.16 ( নন্দা )...2-30 PM.
No comments:
Post a Comment