Sunday, May 22, 2016

"স্নেহ" ( নন্দা মুখার্জী ) 20.05.16
~~~~~~~~~~~~~~~~~~~~~
কালো কুচকুচে গায়ের রং,চুলগুলীয় তাই -
দাঁতগুলি তার দুধের মত ,চৌধুরী বাড়ির ভৃত্য -
     নামটি তার বীরেন -
     চৌধুরীবাবুর প্রাণ -
সারা বছর ধরে কাজ করে সে -
মাইনে নেয় বছরের শেষে -
নামেই ভৃত্য - যেনো চৌধুরী বাড়ির পুত্র -
এ- হেন বীরেন ,এসেছিলো ছোট বেলাতে -
বাবাকে হারিয়ে সৎ মায়ের জ্বালাতে -
বাড়িটাকে সে নিজের ভাবতো -
মানুষগুলিকেও খুব ভালোবাসতো -
চৌধুরীবাবুর ছোট ছেলেমেয়েকে সে -
কোলে- পিঠে কোরে মানুষ করতো -
চৌধুরীবাবু থাকতেন শহরে -
           উকালতি পেশা তার -
           সপ্তাহ শেষে যেতেন বাড়ি -
বাড়ির লোকজনের দেখাশোনার দায়িত্ব -
যত্ন সহকারে বীরেন করতো -
অতি নিষ্ঠার সাথে বীরেন তার -
করতো দায়িত্ব পালন -
          কথা দিয়েছিলো বাবুকে তার -
           এ দায়িত্ব পালন কোরবে আমরণ -
একাত্তর সালের পাক হানাদারদের -
গুলিতে হারালো বীরেন প্রাণ -
শেষ মুহুত্ব পর্যন্ত করেছে চেষ্টা -
তার বাবুকে দেওয়া কথার রাখতে মান /
     পাক হানাদার এসেছে গ্রামে -
শুনে বীরেন,সকলকে নিয়ে -
      পালিয়েছিলো জঙ্গলে ,
হঠ্য়াত তার মনে পড়ে যায় -
ঠাকুমা আছেন যে তার ঘরে -
          ছুটে আসে সে ঠাকুমার দরজায় -
"ঠাকুমা","ঠাকুমা"-চিত্কার কোরে ডাকে -
বধির ঠাকুমা কিছুই শোনেন না -
হানাদারেরা গুলি কোরে মারে তাকে -
        
               পুত্রসম বীরেনকে হারিয়ে -
                 শোকে স্তব্ধ তার বাবু -
মায়ের মৃত্যর পর,কাশীতে যখন -
দিতে যান পিন্ড তাঁর -
একই সাথে বীরেনের ও তিনি -
জল ভরা চোখে করেন পিন্ড দান /
চৌধুরীবাবু গত হয়েছেন- কয়েক যুগ আগে ,
আজও বীরেনের টুকরো,টুকরো স্মৃতিগুলি নিয়ে -
চৌধুরীবাবুর বাড়ির লোকেরা গল্প কোরে থাকে / 9.45 PM( নন্দা )
(একটি সত্য ঘটনা )..

No comments:

Post a Comment