*শুন্য বিয়োগফল * ( নন্দা মুখার্জী ) 22.05.16
***************************************************
ভাবছো বুঝি বোকা আমি ?
আসলে আমি তা নই -
সরল মনের দামটি তুমি -
দিতে পারলে কই ?
ভাবোই যত মনে মনে -
তুমি আমায় ঠকিয়েছো -
ভুল ভাবনা নিয়ে তুমি -
সত্যিকারের ভালোবাসাটাই হারিয়েছো -
যোগ-বিয়োগের খাতায় যখন -
বোসবে,জীবনের অঙ্ক কষতে -
ফলাফলটা শূন্যই পাবে -
পারবে তখন বুঝতে -
হয়তো তখন থাকবো না -
থাকবে তুমি একা -
আর কোনদিন পাবে নাকো -
এই মানসীর দেখা / ( নন্দা ) 12.35 AM
***************************************************
ভাবছো বুঝি বোকা আমি ?
আসলে আমি তা নই -
সরল মনের দামটি তুমি -
দিতে পারলে কই ?
ভাবোই যত মনে মনে -
তুমি আমায় ঠকিয়েছো -
ভুল ভাবনা নিয়ে তুমি -
সত্যিকারের ভালোবাসাটাই হারিয়েছো -
যোগ-বিয়োগের খাতায় যখন -
বোসবে,জীবনের অঙ্ক কষতে -
ফলাফলটা শূন্যই পাবে -
পারবে তখন বুঝতে -
হয়তো তখন থাকবো না -
থাকবে তুমি একা -
আর কোনদিন পাবে নাকো -
এই মানসীর দেখা / ( নন্দা ) 12.35 AM
No comments:
Post a Comment