*স্মৃতি হয়েই থাক*(নন্দা মুখার্জী ) 26.5.16
*****************************************
তোকে যখন দেখেছিলাম -
তখন আমার ছেলেবেলা -
তুই ও তখন খুব বড় নোস্ -
তোর কিশোরবেলা -
আমি যখন কিশোরী হলাম -
তুই হলি যুবক -
বুঝতে পারলাম তখন মোরা -
বেসেছি ভালো পরস্পরকে আমরা -
কথা-বার্তা,আর সাক্ষাত -
মাঝে মধ্যেই হোতো -
ভালোবাসার রঙ্গিন স্বপ্ন -
মনের মধ্যেই বাসা বাঁধতো -
ভেবেছিলাম সে সব স্বপ্ন -
হবেই একদিন পূরণ -
ভাবিনি কখনো আমায় ছেড়ে -
হবি তুই দেশান্তর -
সুখী যে তুই অনেক এখন -
অন্য কাউকে পেয়ে -
ভালবাসার দহন জ্বালা -
আমিই যাচ্ছি সহে -
ফিরবি না তুই আর কখনো -
আমার কাছে- জানি -
ভুলতে আমায় পারবি না তুই -
এ - কথাটাও মানি -
তুই যে আমার স্বপ্ন ছিলি -
ছিলি আমার আশা -
পারবো না আর এই জীবনে -
অন্য কাউকে- দিতে ভালবাসা /( নন্দা ) 26.5.16
9-15 PM.
*****************************************
তোকে যখন দেখেছিলাম -
তখন আমার ছেলেবেলা -
তুই ও তখন খুব বড় নোস্ -
তোর কিশোরবেলা -
আমি যখন কিশোরী হলাম -
তুই হলি যুবক -
বুঝতে পারলাম তখন মোরা -
বেসেছি ভালো পরস্পরকে আমরা -
কথা-বার্তা,আর সাক্ষাত -
মাঝে মধ্যেই হোতো -
ভালোবাসার রঙ্গিন স্বপ্ন -
মনের মধ্যেই বাসা বাঁধতো -
ভেবেছিলাম সে সব স্বপ্ন -
হবেই একদিন পূরণ -
ভাবিনি কখনো আমায় ছেড়ে -
হবি তুই দেশান্তর -
সুখী যে তুই অনেক এখন -
অন্য কাউকে পেয়ে -
ভালবাসার দহন জ্বালা -
আমিই যাচ্ছি সহে -
ফিরবি না তুই আর কখনো -
আমার কাছে- জানি -
ভুলতে আমায় পারবি না তুই -
এ - কথাটাও মানি -
তুই যে আমার স্বপ্ন ছিলি -
ছিলি আমার আশা -
পারবো না আর এই জীবনে -
অন্য কাউকে- দিতে ভালবাসা /( নন্দা ) 26.5.16
9-15 PM.
No comments:
Post a Comment