Saturday, June 4, 2016

"আমি নয় কবি "( নন্দা মুখার্জী ) 4.6.16
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কবি হতে চাই না আমি -
হতে চাই না কোনো লেখিকা -
লিখতে আমার ইচ্ছা করে -
শুধু একটি কবিতা -
পাই না খুঁজে ছন্দ তার -
লেখায় থাকে না কোনো তাল -
একটা কিছু লিখতে গেলে -
অন্য চিন্তা, করে আমায় বেসামাল -
যখন যা মনে পরে,দু'এক লাইন -
লিখে ফেলি কলম দিয়ে আমি তা -
তবুও হয় না লেখা  কবিতা -
কিন্তু  আমি আশায় আছি -
পারবোই আমি একটি পূর্ণ কবিতা লিখতে -
যে লেখা পড়ে তোমরা -
ঠিক আমায় মনে রাখবে / ( নন্দা মুখার্জী )
4.6.16  3pm.

No comments:

Post a Comment