আমার কিছু প্রিয় পাঠকদের জন্য আমার এই লেখাটি __________________________________________________. আমি যখন কিছু লিখি - অধিকাংশ সময় আমার প্রিয় পাঠকেরা ইন বক্স বা পাবলিক পেলেসে জানতে চান, ওই লেখাটি আমার নিজের জীবনের ঘটনা নাকি ; আমি মনে করি এখানেই আমার লেখা সার্থক / আজ অবধি আমি "ঈশ্বর কৃপা " ছাড়া অন্য যতগুলি কবিতা বা গল্প লিখেছি তার সব ই আমার কল্পনা বা কিছুটা অভিজ্ঞতাও বটে / আমি যখন কিছু লিখি তখন সেই কাল্পনিক চরিত্র টা তে নিজেকে কল্পনা কোরে লিখি ,যার ফলে লেখাটা পাঠকের হৃদয় স্পর্শ করে ,আর অনেকেই প্রশ্ন করেন ওটা আমার জীবনের ঘটনা কিনা / এ পর্যন্ত সব ঠিক আছে / কিন্তু গতকাল "চোরাবালি"-বলে যে কবিতাটি পোস্ট করেছি - সেটা পড়ে অনেকেই আমার ব্যক্তিগত দুঃখে দুঃখিত হয়ে তাদের সাথে যোগাযোগ করতে ফোন নম্বর ও দিয়ে দিয়েছেন / এই লেখাটি পরে তারা বুঝতেও পেরেছেন - আমার স্বামী আমাকে কত কষ্টে রেখেছেন / আমি হাসবো ,না কাঁদবো ,নাকি রেগে যেয়ে তাদের ব্লক করবো অথবা তাদের দু ,চার কথা শুনিয়ে দেবো কিছুই বুঝে উত্ঠে না পেরে তোমাদের শরণাপন্ন হোলাম / তবে একটা কথা বুঝতে পারছি- "আমি কিছু লিখছি"-
No comments:
Post a Comment