*অধম মানব* ( নন্দা মুখার্জী ) 18.05.16 -----------\------------------------
ভিক্ষা পাত্র হাতে,বসেছিলেন বৃদ্ধা মন্দির প্রাঙ্গনে -
সবাই চলছিলো দেবী দর্শনে, তাকে ফেলে পিছনে -
কেউবা কিছু পয়সা ফেলছিলো বৃদ্ধার থালাতে -
কারও কাছে কিছু চাইলে,মুখ ঝামটা খেতে হচ্ছিল বৃদ্ধাকে -
সহসা সেখানে হাজির হোলো,অতীব এক ধনী -
গাড়ি থেকে ঝি,চাকরেরা নামালো ফল,মূল ঝুড়ি ঝুড়ি -
করুন চোখে বৃদ্ধা তাকালো ধনী ব্যক্তির প্রতি -
বললেন কেদে,"দুদিন আমি খাইনি দিন- রাতি
রেগে হলেন আগুন ধনী,পুরোহিতকে বললেন হেঁকে-
"এসব জঞ্জাল এখানে? এদের আশ্রয় দিয়েছে কে ?"
মোটা দক্ষিনা পাওয়ার আশায় পুরোহিত পান্ডাদের ডাকি -
বললেন চেঁচিয়ে,"বেড় কোরে দাও,এক্ষুনি একে এখান থেকে -
সহসা ধনীর শিশু পুত্রটি দৌড়ে এসে -
দিলো পান্ডাদের কাজে বাধা -
ছুটে গিয়ে তুললো সে,ছোট দুটি হাত দিয়ে -
কোরচ ভরে ফল,মূল রাশি রাশি -
বৃদ্ধার ছেড়া কাপড় দেখে -
দেবীর তরে আনা দামী কাপড়খানি,দিলো তারে ভালবাসি -
অবাক ধনী গেলেন ক্ষেপে,"একি করলি বাবা !
আনলাম দেবীর তরেতে যা-বিলিয়ে দিলি তুই সব তা "-
উগ্র বাপের মূর্তি দেখে,ছেলে হেসে বলে ,
" দেবী তো তোমার নিতে পারে না,হাতে কোরে কোনকিছু -
যা কিছু দিলাম বুড়িমাকে আমি -
আসলে তোমের দেবীই পেলেন ওই সব কিছু "-
মুর্খ ধনী শিশুটির মুখে কথাগুলি সব শুনি -
অঝোড় ধারায় কাদতে লাগলেন,শিশুটিকে বুকে চাপী
শিক্ষা তোকে দেবো আমি কি !
আমি যে অধম বাপ তোর !
যে কথা শোনালি - আজ তুই আমাকে -
সে কথা আমার মনে থাকবে জীবন ভোর"/ (নন্দা )
2AM.
ভিক্ষা পাত্র হাতে,বসেছিলেন বৃদ্ধা মন্দির প্রাঙ্গনে -
সবাই চলছিলো দেবী দর্শনে, তাকে ফেলে পিছনে -
কেউবা কিছু পয়সা ফেলছিলো বৃদ্ধার থালাতে -
কারও কাছে কিছু চাইলে,মুখ ঝামটা খেতে হচ্ছিল বৃদ্ধাকে -
সহসা সেখানে হাজির হোলো,অতীব এক ধনী -
গাড়ি থেকে ঝি,চাকরেরা নামালো ফল,মূল ঝুড়ি ঝুড়ি -
করুন চোখে বৃদ্ধা তাকালো ধনী ব্যক্তির প্রতি -
বললেন কেদে,"দুদিন আমি খাইনি দিন- রাতি
রেগে হলেন আগুন ধনী,পুরোহিতকে বললেন হেঁকে-
"এসব জঞ্জাল এখানে? এদের আশ্রয় দিয়েছে কে ?"
মোটা দক্ষিনা পাওয়ার আশায় পুরোহিত পান্ডাদের ডাকি -
বললেন চেঁচিয়ে,"বেড় কোরে দাও,এক্ষুনি একে এখান থেকে -
সহসা ধনীর শিশু পুত্রটি দৌড়ে এসে -
দিলো পান্ডাদের কাজে বাধা -
ছুটে গিয়ে তুললো সে,ছোট দুটি হাত দিয়ে -
কোরচ ভরে ফল,মূল রাশি রাশি -
বৃদ্ধার ছেড়া কাপড় দেখে -
দেবীর তরে আনা দামী কাপড়খানি,দিলো তারে ভালবাসি -
অবাক ধনী গেলেন ক্ষেপে,"একি করলি বাবা !
আনলাম দেবীর তরেতে যা-বিলিয়ে দিলি তুই সব তা "-
উগ্র বাপের মূর্তি দেখে,ছেলে হেসে বলে ,
" দেবী তো তোমার নিতে পারে না,হাতে কোরে কোনকিছু -
যা কিছু দিলাম বুড়িমাকে আমি -
আসলে তোমের দেবীই পেলেন ওই সব কিছু "-
মুর্খ ধনী শিশুটির মুখে কথাগুলি সব শুনি -
অঝোড় ধারায় কাদতে লাগলেন,শিশুটিকে বুকে চাপী
শিক্ষা তোকে দেবো আমি কি !
আমি যে অধম বাপ তোর !
যে কথা শোনালি - আজ তুই আমাকে -
সে কথা আমার মনে থাকবে জীবন ভোর"/ (নন্দা )
2AM.
No comments:
Post a Comment