Tuesday, May 24, 2016

অতি আপনজনের কাছ থেকে ছোট ছোট কিছু ঘটনা অপরকে খুব আঘাত দেয় /হয়তো সে নিজের অজান্তেই অপরকে আঘাত দিয়ে থাকে /পরবর্তীকালে আঘাতপ্রাপ্ত ব্যক্তিটি আঘাতকারীর সাথে হেসে কথা বললেও - আঘাতটা কিছু কিছু ক্ষেত্রে সে ভুলতে পারে না ; লুকিয়ে রাখে সে মনের কোনো এক জায়গায় ,প্রকাশ ও হয়তো কোনদিন কারও কাছে করতে পারে না ,কারণ আঘাতকারী যে তার খুব কাছের বা অতি আপনজন / কখনো বা কারও কাছে যদি বলেও ফেলা হয় আর ওই তৃতীয় ব্যক্তিটি যদি কোনো কটুক্তি করে তাহলে সেটাও ভালো লাগে না /কি অদ্ভুত এই মনুষ্য চরিত্র !!! আর এটাই হচ্ছে সব চেয়ে বড় অভিনয় জীবনের /

No comments:

Post a Comment