*ভালো থেকো* ( নন্দা মুখার্জী ) 6.3.16. ¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥. একটা সময় ছিলো - যখন শুধু তোমার কথা ভাবতাম - এখন আর ভাবিনা - বুঝতে পেরেছি- তোমার প্রতি আমার কোনো অধিকার নেই - একটা সময় ছিলো - যখন শুধু- তোমায় নিয়েই স্বপ্ন দেখতাম - এখন আর দেখিনা - স্বপ্নগুলো আমার ভেঙ্গে চুড়মার করে দিয়েছো - এর জন্য তোমাকে কোনো কঠিন কাজ করতে হয়নি - . তোমার চরম অবহেলা দিয়েই আমায় - জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছো - এখন সেই দিনগুলি নিয়ে আর ভাবিনা - উঠে দাঁড়াতে পেরেছি ,ঘুড়েও দাড়িয়েছি - এখন ভাবি শুধু নিজেকে নিয়ে - শুধু তোমাকেই নয় - সারা পৃথিবীকে আমি দেখিয়ে দেবো - তোমার দেওয়া আঘাত- অপমান সহ্য করেও - আমি মাথা উচু করে বেচে আছি - ভালোভাবে - দুর্বল চিত্তের মানুষ আমি নই - তুমি আমাকে ঠকাও নি - ঠকেছো তুমি নিজে - আমার ভালোবাসাকে অবহেলা কোরে /(নন্দা )
No comments:
Post a Comment