শ্মশানসম হৃদয়
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হৃদয় আজ হয়েছে নীরব ,
অভাব সেথায় তোমার পরশ ,
হৃদয় হলো শ্মশানবৎ ,
নির্জন শূণ্যতার বসত !
হাহাকার করা এ বুক ,
চোখ বুজে দেখি ওই মুখ ,
ভরে থাকে মন স্মৃতিতে ,
ব্যথা জমে পাহাড়, হৃদয়েতে !
হারিয়েছো তুমি অজানার মাঝে ,
হৃদয় হলো মরুসম তাই -
তোমার স্মৃতির সিঞ্চনতায় ,
তোমায় দেখতে আমি পাই !
@নন্দা 27-10-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হৃদয় আজ হয়েছে নীরব ,
অভাব সেথায় তোমার পরশ ,
হৃদয় হলো শ্মশানবৎ ,
নির্জন শূণ্যতার বসত !
হাহাকার করা এ বুক ,
চোখ বুজে দেখি ওই মুখ ,
ভরে থাকে মন স্মৃতিতে ,
ব্যথা জমে পাহাড়, হৃদয়েতে !
হারিয়েছো তুমি অজানার মাঝে ,
হৃদয় হলো মরুসম তাই -
তোমার স্মৃতির সিঞ্চনতায় ,
তোমায় দেখতে আমি পাই !
@নন্দা 27-10-17
No comments:
Post a Comment