কবিতা আমার মা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কবিরা কি সবকিছুই মনের কথা লেখেন?
তার বেদনা,খুশি কাগজের পাতায় থাকে?
হয়তো কিছু থাকে সেথায় !
কিছু থাকে তার অভিজ্ঞতায় ,
যা থাকে সবই মনে সুপ্ত ,
খারাপ আর ভাললাগায় হয় জাগ্রত ।
কল্পনা আর বাস্তবে লেখেন কবি সকল কথা ,
পাঠক সমাজ পড়ে বলেন ,"সুন্দর এক কবিতা" ।
কবিতারা কথা বলে মানুষকে জাগায় ,
কখনো সে আবেগে মানুষকে কাঁদায় ,
কবিতা এনে দেয় মানুষকে প্রেম ,
বিরহীনীকে করে তোলে কখনও প্রেমময়ী
বাঁচতে সাহায্য করে স্বপ্ন দেখিয়ে ,
স্বপ্নকে বাস্তবে আনতে শক্তি জোগায় ।
কবিতা আমার গর্ভধারিণীর মত ,
বেদনায় শান্তনা পাই অবিরত ,
জীবন থাকতে মা ছাড়েনা সন্তানকে ,
কবিতাও ছাড়বেনা কখনো আমাকে ।
@নন্দা 6-9-17 2AM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কবিরা কি সবকিছুই মনের কথা লেখেন?
তার বেদনা,খুশি কাগজের পাতায় থাকে?
হয়তো কিছু থাকে সেথায় !
কিছু থাকে তার অভিজ্ঞতায় ,
যা থাকে সবই মনে সুপ্ত ,
খারাপ আর ভাললাগায় হয় জাগ্রত ।
কল্পনা আর বাস্তবে লেখেন কবি সকল কথা ,
পাঠক সমাজ পড়ে বলেন ,"সুন্দর এক কবিতা" ।
কবিতারা কথা বলে মানুষকে জাগায় ,
কখনো সে আবেগে মানুষকে কাঁদায় ,
কবিতা এনে দেয় মানুষকে প্রেম ,
বিরহীনীকে করে তোলে কখনও প্রেমময়ী
বাঁচতে সাহায্য করে স্বপ্ন দেখিয়ে ,
স্বপ্নকে বাস্তবে আনতে শক্তি জোগায় ।
কবিতা আমার গর্ভধারিণীর মত ,
বেদনায় শান্তনা পাই অবিরত ,
জীবন থাকতে মা ছাড়েনা সন্তানকে ,
কবিতাও ছাড়বেনা কখনো আমাকে ।
@নন্দা 6-9-17 2AM.
No comments:
Post a Comment