কে দেবে উত্তর
নন্দা মুখার্জী রায় চৌধুরী
গুণীর কদর আজ আর নেই ,
উপকৃত না হলে তোলে বদনামের ঢেউ !
গাছের ফুল ভালবাসে সবাই ,
গন্ধ না থাকলে সে ফুলের কদরও নেই !
সম্পর্কগুলি ততক্ষণই সুন্দর -
যতক্ষণ অর্থ আর চাহিদা মাথা চাড়া না দেয় !
আঘাত সইতে সইতে মানুষ পাথর হয় ,
তারপরও আঘাত পেলে সে কি কষ্ট পায়না ?
@নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
গুণীর কদর আজ আর নেই ,
উপকৃত না হলে তোলে বদনামের ঢেউ !
গাছের ফুল ভালবাসে সবাই ,
গন্ধ না থাকলে সে ফুলের কদরও নেই !
সম্পর্কগুলি ততক্ষণই সুন্দর -
যতক্ষণ অর্থ আর চাহিদা মাথা চাড়া না দেয় !
আঘাত সইতে সইতে মানুষ পাথর হয় ,
তারপরও আঘাত পেলে সে কি কষ্ট পায়না ?
@নন্দা
No comments:
Post a Comment