"মনের কথা"
নন্দা মুখার্জী রায় চৌধুরী আমি জানি তোমার প্রেমের গভীরতা,
কিন্তু আমি যে অসহায়- সংসার আমাকে আস্ঠে পৃষ্ঠে বেধেছে -- তোমার ডাক আমি শুনতে চাইনা - তুমি যে অনেক দেরী কোরে ফেলেছ,
আমি এখন রাজরানী-
অন্য কারও ঘরণী , সংসার আমার সুখের ছন্দে , নৃত্যের তালে চলে । বাইরের সব বিসর্জন দিয়ে আজ আমি খুব সুখী ।
পিছন ফিরে তাকানোর কোনো সময় আমার নেই । তুমি চলে যাও--- দূরে-- আরও দূরে -বহূ দূরে-- যেখান থেকে তোমার ডাক - আমার কানে এসে পৌঁছাবে না ।
নন্দা মুখার্জী রায় চৌধুরী আমি জানি তোমার প্রেমের গভীরতা,
কিন্তু আমি যে অসহায়- সংসার আমাকে আস্ঠে পৃষ্ঠে বেধেছে -- তোমার ডাক আমি শুনতে চাইনা - তুমি যে অনেক দেরী কোরে ফেলেছ,
আমি এখন রাজরানী-
অন্য কারও ঘরণী , সংসার আমার সুখের ছন্দে , নৃত্যের তালে চলে । বাইরের সব বিসর্জন দিয়ে আজ আমি খুব সুখী ।
পিছন ফিরে তাকানোর কোনো সময় আমার নেই । তুমি চলে যাও--- দূরে-- আরও দূরে -বহূ দূরে-- যেখান থেকে তোমার ডাক - আমার কানে এসে পৌঁছাবে না ।
No comments:
Post a Comment