আকাল
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আলোয় ভরেছে পৃথিবীব্যপী ,
কোথাও নেই আঁধার ,
আঁধারে ঢেকেছে মানুষের মন !
মনেই তারআঁধার !
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ,
সেজেছে সব নগর-ই ,
দারিদ্রের সাথে পাল্লা দিয়ে ,
গরীব থাকছে অনাহারী ।
আছে টাকা অনেক যাদের ,
আনন্দ তাদের ঘরে ঘরে
ক্ষুদার জ্বালায় ঢুকছে কেউ
অভাব ,শোকে অকালেই ঝরে !
নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আলোয় ভরেছে পৃথিবীব্যপী ,
কোথাও নেই আঁধার ,
আঁধারে ঢেকেছে মানুষের মন !
মনেই তারআঁধার !
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ,
সেজেছে সব নগর-ই ,
দারিদ্রের সাথে পাল্লা দিয়ে ,
গরীব থাকছে অনাহারী ।
আছে টাকা অনেক যাদের ,
আনন্দ তাদের ঘরে ঘরে
ক্ষুদার জ্বালায় ঢুকছে কেউ
অভাব ,শোকে অকালেই ঝরে !
নন্দা
No comments:
Post a Comment