Tuesday, October 10, 2017

বুঝতে পারিনা
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

বিধাতা লিখলেন অন্যের আয়ু ,
 শাস্তি পেলাম আমি !
তারই সাথে জুড়েছিলো আমার জীবন !
 হলো আমার কপালের লিখন !

কিছু কি ভুল ছিলো আমার ?
 নাকি এটাই ছিলো ভবিতব্য ?
জীবনে যা কিছু ঘটে -
 সেটাই অবশ্যম্ভাবী নাকি ভাগ্য ?

@নন্দা      10-9-17

No comments:

Post a Comment