কি যায় আসে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমায় তুমি ডাকলে যখন ,
থাকবো কেনো, আর ঘরে ?
চলো দুজন বেড়িয়ে পড়ি ,
হাতে হাত রেখে সুদূরে ।
দুঃখ,যন্ত্রনা পিছনে থাক ,
এগিয়ে চলি সামনে -
একটু নাহয় নিন্দিতই হবো !
কি এসে যায় জীবনে ?
লোকলজ্জার ভয় করে তো ,
কাটালাম সারাজীবন ;
এখন নাহয় সে সব কথা ,
ভুলে থাকি সর্বক্ষন ।
জীবন নামের এই তরীটি -
বাইবো আর কতকাল ?
মনের সুখটাই খুঁজি নাহয় ,
বাঁচবো যতকাল !
@ নন্দা 10-10-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমায় তুমি ডাকলে যখন ,
থাকবো কেনো, আর ঘরে ?
চলো দুজন বেড়িয়ে পড়ি ,
হাতে হাত রেখে সুদূরে ।
দুঃখ,যন্ত্রনা পিছনে থাক ,
এগিয়ে চলি সামনে -
একটু নাহয় নিন্দিতই হবো !
কি এসে যায় জীবনে ?
লোকলজ্জার ভয় করে তো ,
কাটালাম সারাজীবন ;
এখন নাহয় সে সব কথা ,
ভুলে থাকি সর্বক্ষন ।
জীবন নামের এই তরীটি -
বাইবো আর কতকাল ?
মনের সুখটাই খুঁজি নাহয় ,
বাঁচবো যতকাল !
@ নন্দা 10-10-17
No comments:
Post a Comment