Friday, October 13, 2017

সবাই দুখী
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

 নদী তুমি থমকে কেনো ?
  আমার দুখে কাতর ?
কোথায় তোমার কুলুকুলু ধ্বনি ?
  চঞ্চলতা কোথায় তোমার ভিতর ?

আকাশ এতো ঝরছো কেনো ?
  আমার কান্না দেখে ?
আমার চোখের অশ্রুধারা ,
  যাক তোমার জলে ভেসে ।

বাতাস তুমি স্তব্ধ কেনো ?
  দামাল বেগে আসো ,
আমার দুঃখগুলি উড়িয়ে নিয়ে -
  আমায় হাওয়ায় নিয়ে ভাসো ।

@ নন্দা    12-10-17 

No comments:

Post a Comment