Sunday, October 15, 2017

কল্পনা
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

শোবার ঘরের জানলার ফাঁকে ,
দেখতে আমি পাইযে তাকে ,
যখন থাকি একলা ঘরে ,
সে থাকে জানলার ওপারে ।
তাঁকিয়ে থাকে মুখের দিকে ,
বাস্তবের অনেক দূর থেকে -
আমার সব কল্পনার আলোকে ।
আছে সে অজানা দেশে ,
ভালবাসবে না আর কাছে এসে !
জানি সবই বুঝিও আমি ,
তবুও হৃদয় কাঁপে বারবার ,
নারী মন যে আমার !

13-10-17 

No comments:

Post a Comment