Sunday, October 22, 2017

জীবন সন্ধ্যা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

ঘন আবীরে নেমেছে সন্ধ্যা ,
 জীবন ভরেছে আঁধারে ,
দৃষ্টি বুঝি হারিয়েছে আমার ,
 আঁধার ঢেকেছে চারিধারে ।

সীমাহীন যন্ত্রনা বুকের মাঝারে ,
 হৃদয়ের স্পন্দন গতিহীন ,
পাপড়ির মত ঝরলো আশা ,
 বাঁচার ইচ্ছা ক্ষীন !

উচ্ছল জীবনে হঠাৎ ঝড় ,
 সাধের জীবন করলো অচল ,
ভেঙ্গেচুরে সব তচনচ হোলো ,
 জীবন হবেনা আর সচল !

@ নন্দা      20-10-17 

No comments:

Post a Comment