জীবন কিসের জন্য
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ছোট্ট জীবন, স্বপ্ন অনেক -
ছুটছি সবাই প্রতিকূলে ,
এসেছি একা ,যাবোও একা ,
তবুও হিংসা, বিদ্বেষ মনে !
সেরা হওয়ার দৌড়ে সবাই ,
সারা দিনরাত শুধু ছুটছি -
ছুটতে ছুটতেই জীবন শেষ ,
অকালেই কেউ ঝরে পড়ছি !
কর্ম দ্বারা মানুষকে মানুষেরা ,
যদিবা একটু মনে রাখে ,
সুকর্মের চেয়ে দুষ্কর্মই বেশী ,
তাই হানাহানি,মারামরি করছি ।
আজ মরলে কালকে দু'দিন ,
কেউ রাখে নাগো মনে ,
সকলেই আমার, আমার করে ,
কিছুই যায়না সনে !
টাকার লোভ যে বড় লোভ ,
সবাই ছুঁতে চায় নাগাল ,
টাকার লোভেই চলছে বিশ্ব ,
টাকার লোভেই সব গন্ডগোল !
# নন্দা 28-9-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ছোট্ট জীবন, স্বপ্ন অনেক -
ছুটছি সবাই প্রতিকূলে ,
এসেছি একা ,যাবোও একা ,
তবুও হিংসা, বিদ্বেষ মনে !
সেরা হওয়ার দৌড়ে সবাই ,
সারা দিনরাত শুধু ছুটছি -
ছুটতে ছুটতেই জীবন শেষ ,
অকালেই কেউ ঝরে পড়ছি !
কর্ম দ্বারা মানুষকে মানুষেরা ,
যদিবা একটু মনে রাখে ,
সুকর্মের চেয়ে দুষ্কর্মই বেশী ,
তাই হানাহানি,মারামরি করছি ।
আজ মরলে কালকে দু'দিন ,
কেউ রাখে নাগো মনে ,
সকলেই আমার, আমার করে ,
কিছুই যায়না সনে !
টাকার লোভ যে বড় লোভ ,
সবাই ছুঁতে চায় নাগাল ,
টাকার লোভেই চলছে বিশ্ব ,
টাকার লোভেই সব গন্ডগোল !
# নন্দা 28-9-17
No comments:
Post a Comment