কেনো হারালো
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হারিয়ে গেছো অনেক দূরে ,
পাবোনা খুঁজে আর ,
তোমার সাথে হবে দেখা ,
জীবন তরীর ওপার !
পরে মনে কত কথা ,
ঝরা ফুলের মালা গাথা ,
শিউলী তলায় সকালবেলা ,
খেললো বিধাতা নিঠুর খেলা !
হঠাৎ করেই দমকা হাওয়ায়,
উড়ে গেলো গাঁথা মালা ,
খুঁজে মরি সকলখানে ,
কোথায় ভিড়লো সেই ভেলা ?
@ নন্দা 17-10 17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হারিয়ে গেছো অনেক দূরে ,
পাবোনা খুঁজে আর ,
তোমার সাথে হবে দেখা ,
জীবন তরীর ওপার !
পরে মনে কত কথা ,
ঝরা ফুলের মালা গাথা ,
শিউলী তলায় সকালবেলা ,
খেললো বিধাতা নিঠুর খেলা !
হঠাৎ করেই দমকা হাওয়ায়,
উড়ে গেলো গাঁথা মালা ,
খুঁজে মরি সকলখানে ,
কোথায় ভিড়লো সেই ভেলা ?
@ নন্দা 17-10 17
No comments:
Post a Comment