Thursday, October 26, 2017

জীবনের সাদা পাতা
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

অনেকটা পথ একসাথে হাঁটার পড় -
হয়ে গেলাম একা !

যে কাজগুলি অতি সহজেই করতে পারতাম ,
আজ আর পারিনা ।

আমার কল্পনার রংতুলিতে যে ছবি আঁকতাম ,
ক্যানভাসটাই খুঁজে পাইনা !

নর,নারী সংসার গড়ে তোলে ,
প্রকৃতির নিয়মে আসে সন্তান ;

জীবন হয়ে ওঠে পরিপূর্ণ -
অকসাৎ একজনের বিদায় !

মণ্ডবে প্রতিমা থাকলে হৈ,হট্টগোল লেগে থাকে ,
নিরঞ্জনের পর সব শান্ত !

আনন্দ,হাসি সব চলে যায় পিছনে -
সামনে অন্ধকার আর শূণ্যতা !

@ নন্দা    

No comments:

Post a Comment