লক্ষ্য
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলতে চলতে ,
জীবন পথে ,
থমকে দাঁড়াতে,
হবেই সবাইকে !
ভয় না করে ,
ঠিক পথ ধরে ,
এগোতেই হবে -
ধর্য্য ও নীরবে ।
লক্ষ্য ঠিক রেখে ,
কিঞ্চিতও না সরে ,
দুঃখকে সঙ্গী করে ,
পৌঁছাতেই হবে লক্ষ্যে ।
নিঃসঙ্গ সেইক্ষনে ,
সাহস থাকলে সনে,
হবেনা বিফল মনোরথ,
হোকনা বন্ধুর পথ !
@নন্দা 12-10-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলতে চলতে ,
জীবন পথে ,
থমকে দাঁড়াতে,
হবেই সবাইকে !
ভয় না করে ,
ঠিক পথ ধরে ,
এগোতেই হবে -
ধর্য্য ও নীরবে ।
লক্ষ্য ঠিক রেখে ,
কিঞ্চিতও না সরে ,
দুঃখকে সঙ্গী করে ,
পৌঁছাতেই হবে লক্ষ্যে ।
নিঃসঙ্গ সেইক্ষনে ,
সাহস থাকলে সনে,
হবেনা বিফল মনোরথ,
হোকনা বন্ধুর পথ !
@নন্দা 12-10-17
No comments:
Post a Comment