সদা সত্য
নন্দা মুখার্জী রায় চৌধুরী
(1)
সকালের মিষ্টি ওই রোদ ,
দুপুরে দেখায় তার ক্রোধ ,
শৈশবের সব ধর্য্য ,
যৌবনে হয় অসহ্য !
(2)
দুঃখ যে ভীষন বেদনাময় ,
জীবনটা অচল করে দেয় ,
সহ্যই বাড়ায় মনের বল ,
দুর্গমকে করে সুগম-স্বচ্ছল ।
(3)
ইচ্ছাশক্তির ভীষন গুন ,
অসাধ্যকে করে সাধন ,
দুর্গম পথ হতে পার ,
এশক্তির জুড়ি মেলা ভার ।
@ নন্দা 7-9-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
(1)
সকালের মিষ্টি ওই রোদ ,
দুপুরে দেখায় তার ক্রোধ ,
শৈশবের সব ধর্য্য ,
যৌবনে হয় অসহ্য !
(2)
দুঃখ যে ভীষন বেদনাময় ,
জীবনটা অচল করে দেয় ,
সহ্যই বাড়ায় মনের বল ,
দুর্গমকে করে সুগম-স্বচ্ছল ।
(3)
ইচ্ছাশক্তির ভীষন গুন ,
অসাধ্যকে করে সাধন ,
দুর্গম পথ হতে পার ,
এশক্তির জুড়ি মেলা ভার ।
@ নন্দা 7-9-17
No comments:
Post a Comment