Saturday, October 28, 2017

নিঠুর পৃথিবী
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

 আমার চারিদিকেই ঘর ,
 তবুও আমি ঘরেরই কাঙ্গাল !
 হৃদয়ে ভালবাসা অফুরান ,
 ভালবাসা পেতে ছোটে কালঘাম !

আমার সকল ,ভালবাসা,ইচ্ছা,কামনা -
বিনিময়ে পাই আপনজনের শুধুই ভৎর্সনা
আমার আজীবন পরিশ্রমের ফল ,
নির্মম বাস্তবতায় হলো বিফল !

@নন্দা    28-10-17  

No comments:

Post a Comment