অনুকবিতা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
উদাস মনকে খুশি করতে -
আকাশের দিকে চেয়ে থাকি ,
সেথায় মুগ্ধতার পরিবেশে ,
থাকি সুখের আবেশে ।
শূন্য থেকে পেতে চাই সুখ ,
ঘুচাতে চাই কিছু জীবনের দুখ,
বিষাদময় এই জীবনে ,
খুঁজি সুখ আবেশে !
@নন্দা 5-9-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
উদাস মনকে খুশি করতে -
আকাশের দিকে চেয়ে থাকি ,
সেথায় মুগ্ধতার পরিবেশে ,
থাকি সুখের আবেশে ।
শূন্য থেকে পেতে চাই সুখ ,
ঘুচাতে চাই কিছু জীবনের দুখ,
বিষাদময় এই জীবনে ,
খুঁজি সুখ আবেশে !
@নন্দা 5-9-17
No comments:
Post a Comment