Wednesday, October 25, 2017

নেভেনা আগুন
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

কতটুকু দিলে সবটুকু দেওয়া হয় ,
বুঝলামনা আজও আমি !
কতটা ভালবাসলে ভালবাসা পূর্ণতা পায় ,
জানালোনা অন্তর্যামী !

বিরহ যন্ত্রনায় পুড়ে অঙ্গার হলে ,
যন্ত্রনা বারে দ্বিগুণ -
কতটা সময় দিলে যন্ত্রনা কমে ,
নিভে বুকের আগুন !

ছাইচাপা আগুন ধিকিধিকি জ্বলে ,
সেতো সময়ে হয় শেষ ,
বুকের আগুন শুরু হলে জ্বলা -
আজীবন থাকে তার রেশ !

@নন্দা     24-10-17 

No comments:

Post a Comment