Saturday, December 31, 2016

"অনুকবিতা"
  আমরা বেঁচে আছি
            নন্দা মুখার্জী রায় চৌধুরী
ঘর নেই ,বাড়ি নেই -
আছি ফুটপথে  ,
নুতন বছর বলে কিছু নেই ,
থাকি পথে ঘাটে |
অনাহারে থাকি সব ,
ক্ষুদার জ্বালায় কাঁদি ,
শীতের পোশাক বলে কিছু নেই ,
স্বপ্ন  ছাড়াই বাঁচি |
নন্দা   31-12-16  

No comments:

Post a Comment