উত্তর দাও
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কেনো গো বিধাতা ,
তুমি এমন কেন ?
শ্রদ্ধা ,ভালোবাসার মাঝে ,
জটিলতা আনো ?
আজন্ম লালিত শ্রদ্ধার আসন ,
হয়ে যায় টলমলে !
বুকের মাঝে দগ্ধ করো -
ছাঁই করে দেওয়া অনলে !
তুমি তো দেখো ,
তুমিই গড়ে দাও -
কেন তবে তুমি ?
নিজেই ভেঙ্গে সব -
তছনছ করে দাও !
তোমার সৃষ্টি সকল কিছু ,
সম্পর্কগুলিও বাইরে নয় ,
তবুও কেন মেনে নিতে হয় ?
সম্পর্কের পরাজয় !
নন্দা 26.12.16 6-20পাম
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কেনো গো বিধাতা ,
তুমি এমন কেন ?
শ্রদ্ধা ,ভালোবাসার মাঝে ,
জটিলতা আনো ?
আজন্ম লালিত শ্রদ্ধার আসন ,
হয়ে যায় টলমলে !
বুকের মাঝে দগ্ধ করো -
ছাঁই করে দেওয়া অনলে !
তুমি তো দেখো ,
তুমিই গড়ে দাও -
কেন তবে তুমি ?
নিজেই ভেঙ্গে সব -
তছনছ করে দাও !
তোমার সৃষ্টি সকল কিছু ,
সম্পর্কগুলিও বাইরে নয় ,
তবুও কেন মেনে নিতে হয় ?
সম্পর্কের পরাজয় !
নন্দা 26.12.16 6-20পাম
No comments:
Post a Comment