Sunday, December 11, 2016

কেন এমন হয়
              নন্দা মুখার্জী রায় চৌধুরী
কিছুটা শ্রদ্ধা ,অনেকটা বিশ্বাস ,
এই নিয়ে গড়ে ওঠে ভালোবাসা ,
শুধু প্রেমিক ,প্রেমিকার নয় ,
জীবনে ঘিরে থাকা ,
প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে |
সব সম্পর্কগুলিই -
কাঁচের মত স্বচ্ছ অথচ ঠুনকো ,
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে ,
শ্রদ্ধার আসনটা হয়ে যায় টলমলে ,
ভালোবাসাটা তখন কোথায় যেন হারিয়ে যায় ;
যা পড়ে  থাকে -
সেটা শুধু মুখোশপড়া অভিনয় |
হঠ্যাৎ করেই চিরপরিচিত-
মানুষগুলি অচেনা হয়ে যায় ।


নন্দা    11.12.16

No comments:

Post a Comment