ঐক্য ,দৃঢ়তা ,বিশ্বাস আর ভালোবাসায় একটা পরিবার গড়ে ওঠে | ছোটখাটো দুঃখ ,কষ্ট আর ভুলবুঝাবুঝিগুলিকে আলোচনার মাধ্যমে সমাধান করে নিলে সমস্যাটা বিশেষ আকার নেয়না |
বয়সের ভারে মানুষ অনেক কিছু ভুলে যায় |
'ভুলে গেছি'- বলতে অনেক সময় ইগোতে বাঁধে |
এতে সম্পর্ক আর ভালোবাসায় ফাঁটল ধরে |
তৃতীয় পক্ষ যদি ব্যাপারটা নিয়ে জলঘোলা না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে ,
তাহলে শুধুমাত্র একটা 'সরি' -তেই সমাধান হয়ে যায় | তানাহলে শত চেষ্টা করেও সেই আগের সম্পর্কটা আর ফিরে আসে না |
ভালো থেকো বন্ধুরা ,,শুভ রাত্রি ,,,,,
বয়সের ভারে মানুষ অনেক কিছু ভুলে যায় |
'ভুলে গেছি'- বলতে অনেক সময় ইগোতে বাঁধে |
এতে সম্পর্ক আর ভালোবাসায় ফাঁটল ধরে |
তৃতীয় পক্ষ যদি ব্যাপারটা নিয়ে জলঘোলা না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে ,
তাহলে শুধুমাত্র একটা 'সরি' -তেই সমাধান হয়ে যায় | তানাহলে শত চেষ্টা করেও সেই আগের সম্পর্কটা আর ফিরে আসে না |
ভালো থেকো বন্ধুরা ,,শুভ রাত্রি ,,,,,
No comments:
Post a Comment