আমরা সরল
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমরা থাকো অট্টালিকায় ,
আমরা ফুটপাথে ,
তোমরা কিন্তু বোঝো নাকো -
শীত পেলে কেমন লাগে |
কপাল নিয়ে জন্মেছ তোমরা ,
আমাদের কপাল মন্দ ,
একই ভাবেই এসেছি আমরা ,
তোমাদের - জীবনভরা আনন্দ |
তোমাদের আছে অনেক টাকা ,
দামী গাড়ি ,বাড়ি ,
কোনোকিছুই নেই যে মোদের ,
দারিদ্রের সাথেই জীবন দিই পাড়ি |
আমাদের আছে এক অমূল্য ধন ,
যা তোমাদের নেই !
মনটা মোদের সহজ ,সরল ,
কালোটাকার অহংকারে মোটেই নয় গরল |
নন্দা ১৭.১২.১৬ রাত ১০-২০ ,,,
No comments:
Post a Comment