মনে পড়ে
নন্দা মুখার্জী রায় চেধুরী
মনে পড়ে তোমার কথা ,
যখন থাকি একলা ঘরে ,
স্মৃতিরা সব ভিড় করে ,
বুকে বাজে না পাওয়ার ব্যথা |
স্বপ্ন দেখা কিশোরবেলা -
আজও আছে অন্তরালে ,
নাইবা পেলাম তোমায় আমি !
নিজের করে কোনো কালে |
একলা যখন থাকি আমি ,
সেই স্বপ্ন রঙ্গিন করি -
নেই সেখানে কোনো বাঁধা ,
থাকনা জমে বুকে ব্যথা !
শেষ বয়সে ভাবি বসে ,
সারাজীবন দিলাম পাড়ি, শুধুই হেসে ,
বুকের মাঝেই থাকলে ঘুমিয়ে ,
এই বয়সেও দেখি স্বপন, তোমায় নিয়ে |
আর হবেনা মোদের দেখা ,
তোমার ভালোবাসা থাকবে মনে ,
মন যে আমার আজও চায় ,
কিছুটা সময় কাটাতে তোমার সনে |
নন্দা 27.11.16 10.40pm.
No comments:
Post a Comment