গান
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অমন করে কাতর স্বরে -
আমায় ডেকো না ,
দূরেই আমি আছি ভালো ,
থাকুক যতই বেদনা ।
যদি আমার ভুবন ,
যায় কালো মেঘে ছেঁয়ে -
তবুও আমি বলবো- বারেবার -
যেখানে আছো তুমি সুখে থাকো ,
তোমার কাছে যাওয়ার নেই যে অধিকার ।
ভুলে যেও সবকিছু ,
তাঁকিয়ো না আর পিছু ,
কখনো আমায় মনে কোরো না ...,
আমায় আর ডেকোনা ... ।
ছেড়েই যদি যেতে হোলো সব অধিকার ,
কি হবে পিছু ডেকে আর ...?
আমায় আর ডেকো না ,
মনে রেখো না ...
নন্দা ৬.১২.১৬
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অমন করে কাতর স্বরে -
আমায় ডেকো না ,
দূরেই আমি আছি ভালো ,
থাকুক যতই বেদনা ।
যদি আমার ভুবন ,
যায় কালো মেঘে ছেঁয়ে -
তবুও আমি বলবো- বারেবার -
যেখানে আছো তুমি সুখে থাকো ,
তোমার কাছে যাওয়ার নেই যে অধিকার ।
ভুলে যেও সবকিছু ,
তাঁকিয়ো না আর পিছু ,
কখনো আমায় মনে কোরো না ...,
আমায় আর ডেকোনা ... ।
ছেড়েই যদি যেতে হোলো সব অধিকার ,
কি হবে পিছু ডেকে আর ...?
আমায় আর ডেকো না ,
মনে রেখো না ...
নন্দা ৬.১২.১৬
No comments:
Post a Comment