Monday, December 5, 2016

ভয় পেয়োনা
            নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনটা খুব কষ্টর ,
বাঁচার রাস্তা অনেক -
আয়ুটা স্বল্প কালের ,
চলার পথটা দীর্ঘ ।
এই বন্ধুর পথে শুধু দরকার ,
একজন প্রকৃত বন্ধুর ;
সুখে,দুঃখে সকল কাজে ,
পরস্পরের বাঁচার লড়াইটাকে-
 যে নিজের ভাববে ।
ভালবাসার মুখোশ পড়ে ,
অনেকেই সামনে আসে ,
কিছু লড়াইয়ের মাঝপথেই -
পালিয়ে যেয়ে অন্যভাবে বাঁচে ।
   যে থেকে যায় -
তাকে পেয়ে বসে একাকিত্বে ,
এই একাকিত্বকে যে জয় কোরতে পারে -
সেই মাথা তুলে জীবনের স্বাদ গ্রহন করে ।
১২.১১.১৬    ৬-৩০ সন্ধ্যা ,,

No comments:

Post a Comment