কাগজের ফুল
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যদি তুমি ছিঁড়ে গেলে আমার ভালোবাসা ,
দম্কা হওয়ার মত কেন জাগিয়েছিলে আশা ?
ভালোবাসো যদি তুমি দেখতে দাবানল ,
কেন তবে ঝড়ালে আমার চোখে জল |
যে ভালোবাসা দিলো আমায় শুধুই ছলনা ,
কেন তারই লাগি বাজে বুকে শুধু বেদনা ,
ভুলতে চেয়েও কেন তারে ভুলতে পারিনা ,
চোখের জল আমার কেন বাঁধ মানেনা ।
গন্ধ যেটুকু ছিলো ফুলের ,
নিয়ে গেলে তুমি ,
কাগজের ফুল হয়ে ,
থাকবো বেঁচে আমি ।
নন্দা ২৬.১১.১৬ ১-৩০AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যদি তুমি ছিঁড়ে গেলে আমার ভালোবাসা ,
দম্কা হওয়ার মত কেন জাগিয়েছিলে আশা ?
ভালোবাসো যদি তুমি দেখতে দাবানল ,
কেন তবে ঝড়ালে আমার চোখে জল |
যে ভালোবাসা দিলো আমায় শুধুই ছলনা ,
কেন তারই লাগি বাজে বুকে শুধু বেদনা ,
ভুলতে চেয়েও কেন তারে ভুলতে পারিনা ,
চোখের জল আমার কেন বাঁধ মানেনা ।
গন্ধ যেটুকু ছিলো ফুলের ,
নিয়ে গেলে তুমি ,
কাগজের ফুল হয়ে ,
থাকবো বেঁচে আমি ।
নন্দা ২৬.১১.১৬ ১-৩০AM
No comments:
Post a Comment