Thursday, December 29, 2016

সময় নিলো না
                  নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি তো গড়তে চেয়েছিলাম ,
তবে কেন সব ,ভেঙেচুরে  গেলো ?
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চেয়েছিলাম ,
সবকিছু কেন তবে ঘৃনায় পূর্ণ হোলো ?
ভুলবুঝাবুঝি ,মানাভিমান ,
জড়ো হতে হতে পাহাড় সমান হোল !
কেউ পারলাম না টপকাতে তাকে ,
ভেঙেচুরে খানখান হয়ে গেলো |
একই ছাদের তলে দু'টি প্রাণী ,
ঠিক যেন অচেনা প্রতিবেশী !
সব কিছু কেমন এলোমেলো আজ ,
কথা নেই কারও ভাবি যেন বেশি |
হয়তো বিশ্বাসে ভুল কিছু ছিলো ,
তাই ভুলের মাসুল গুনতে হোলো !
নন্দা   29.12.16  12-5AM.



No comments:

Post a Comment