Monday, January 2, 2017

নুতন বছর মানে
                     নন্দা মুখার্জী রায় চৌধুরী
পুরানো বছরের সকল গ্লানি ,
ধুঁয়ে যাক ,মুছে যাক -
হৃদয়ে রাখবো সেই সময়কে ,
যার স্মৃতিচারণে মন ভরে থাক |
যা কিছু পেয়েছি  সঞ্চয় করে ,
সামনে এগিয়ে চলা ,
যতন করে রেখে সে সব ,
মনেমনে তাদেরই সাথে কথা বলা |
এমনি ভাবে  এক এক করে ,
জীবন থেকে যাবে একটি বছর চলে ,
আস্তে আস্তে এগিয়ে যাবো সবাই ,
জীবন নদীর তীরে !
নুতন বছর এসেছে বলে -
আনন্দে মাতি সবাই ,
কখনো ভাবিনা নুতন বছর এলে ,
জীবনের আয়ু একটি বছর কমায় |
নন্দা    2.1.17    12.30am.

No comments:

Post a Comment