তোমার উপহার
নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
স্বপ্ন যখন ভেঙ্গেই গেলো ,
তাকাবো কেন পিছু ?
বাঁচার রাস্তা আছে অনেক -
খুঁজে নেবো কিছু |
অনেক আশা ছিলো মনে ,
সব অচেনা মনের সনে ,
নুতন করে রচবো আশা ,
খুঁজবো নতুন ভালোবাসা |
মাথা তুলেই বাঁচবো আমি ,
মানবো নাতো হার ,
তোর আঘাত মোর জীবনে ,
ভালোভাবে বাঁচার উপহার |
এখনও আমি দেখি স্বপন ,
তবে তোকে নিয়ে নয় !
খুঁজবো আমি এমন আপন ,
যাকে বিশ্বাস করা যায় |
নন্দা 17.12.16 9-30
নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
স্বপ্ন যখন ভেঙ্গেই গেলো ,
তাকাবো কেন পিছু ?
বাঁচার রাস্তা আছে অনেক -
খুঁজে নেবো কিছু |
অনেক আশা ছিলো মনে ,
সব অচেনা মনের সনে ,
নুতন করে রচবো আশা ,
খুঁজবো নতুন ভালোবাসা |
মাথা তুলেই বাঁচবো আমি ,
মানবো নাতো হার ,
তোর আঘাত মোর জীবনে ,
ভালোভাবে বাঁচার উপহার |
এখনও আমি দেখি স্বপন ,
তবে তোকে নিয়ে নয় !
খুঁজবো আমি এমন আপন ,
যাকে বিশ্বাস করা যায় |
নন্দা 17.12.16 9-30
No comments:
Post a Comment