Wednesday, December 28, 2016

জীবন মানেই কি পরাজয়
                   নন্দা মুখার্জী রায় চৌধুরী
বিচিত্র মোদের জীবনের রং ,
লাল ,সাদা ,নীল ,
অন্ধকারের পরেই যেমন -
আসে আলোয় ভরা দিন |
শীত ,গ্রীষ্ম ,বর্ষা যেমন -
ঘুরে ,ঘুরে আসে ,
জীবনের রং ও পাল্টে যায় ,
কোনো এক মাসে |
শিশুকাল কাটে একভাবে ,
কৈশোর আনন্দময় ,
যৌবনদ্বারে পৌঁছে বুঝি ,
জীবনটা খুব সহজ নয় |
সংসার জীবনের জটিলতায় ,
মাঝে ,মাঝে মন ভেঙ্গে যায় ,
সব কিছু থেকেও মনেহয় ,
জীবনের মানে কিছুই নাই |
তবুও বাঁচার অদম্য ইচ্ছা ,
সংসারেরই মায়া মমতায় ,
নিজ হাতে গড়া সংসারেই ,
 মানতে হয় অন্তিমলগ্নে পরাজয় |
নন্দা    27.12.16   12-30am.

No comments:

Post a Comment