গ্রাম্য জীবন
নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
শীতের সকালে হিমের পরশ ,
শিশিরে ভেজা ঘাস -
সোনালী রোদের উষ্ণতা নিয়ে ,
চাষী করে মাঠের কাজ |
মাটির উঠানে করে গর্ত ,
দুই মুখ করে চুলা ,
খেজুঁর ,তালের রস জ্বালে ,
হাসি ,আনন্দে গল্প বলা |
বাগান কুড়িয়ে জ্বালানী আনা ,
উনুনের পাশে জমা করে রাখা ,
জমি থেকে তুলে টাটকা সব্জী ,
খায় সবে মিলে জমিয়ে কব্জি |
সন্ধ্যা হলে উঠানের মাঝে ,
আগুন জ্বেলে উষ্ণতা নেওয়া ,
গ্রামের সরল জীবন যাত্রা -
দারিদ্রের সাথে জীবন পাড়ি দেওয়া |
নন্দা 21.12 .16 6.15 PM.
নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
শীতের সকালে হিমের পরশ ,
শিশিরে ভেজা ঘাস -
সোনালী রোদের উষ্ণতা নিয়ে ,
চাষী করে মাঠের কাজ |
মাটির উঠানে করে গর্ত ,
দুই মুখ করে চুলা ,
খেজুঁর ,তালের রস জ্বালে ,
হাসি ,আনন্দে গল্প বলা |
বাগান কুড়িয়ে জ্বালানী আনা ,
উনুনের পাশে জমা করে রাখা ,
জমি থেকে তুলে টাটকা সব্জী ,
খায় সবে মিলে জমিয়ে কব্জি |
সন্ধ্যা হলে উঠানের মাঝে ,
আগুন জ্বেলে উষ্ণতা নেওয়া ,
গ্রামের সরল জীবন যাত্রা -
দারিদ্রের সাথে জীবন পাড়ি দেওয়া |
নন্দা 21.12 .16 6.15 PM.
No comments:
Post a Comment