দিলে উপহার
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি তো শুধু তোমায় ভালোবেসে ,
ছেড়েছিলাম মোর ঘর ,
বাবা ,মা আর আপনজন ;
বুঝতে আমি পারিনি গো ,
তোমার মনের কথা ,
দুঃখের সাগরে তাঁদের ভাসিয়ে -
দিয়েছি প্রাণে ব্যথা |
তুমি আমায় তুললে এনে ,
রাজপ্রাসাদ সম বাড়িতে ,
প্রথম রাতটিই কাটালে শুধু ,
তুমি আমার সাথে |
নিত্য রাতে নুতন সঙ্গী ,
দিলে ভালোবাসার উপহার -
হারিয়ে গেলো তোমার জন্য ,
ঘর বাঁধার স্বপ্ন আমার |
ফিরতে আর পারবো নাতো ,
যেথায় ছিলো বাড়ি -
সারাজীবন থাকতে হবে ,
আমায় এই বেশ্যাপুরী |
নন্দা 12.11.16 9PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি তো শুধু তোমায় ভালোবেসে ,
ছেড়েছিলাম মোর ঘর ,
বাবা ,মা আর আপনজন ;
বুঝতে আমি পারিনি গো ,
তোমার মনের কথা ,
দুঃখের সাগরে তাঁদের ভাসিয়ে -
দিয়েছি প্রাণে ব্যথা |
তুমি আমায় তুললে এনে ,
রাজপ্রাসাদ সম বাড়িতে ,
প্রথম রাতটিই কাটালে শুধু ,
তুমি আমার সাথে |
নিত্য রাতে নুতন সঙ্গী ,
দিলে ভালোবাসার উপহার -
হারিয়ে গেলো তোমার জন্য ,
ঘর বাঁধার স্বপ্ন আমার |
ফিরতে আর পারবো নাতো ,
যেথায় ছিলো বাড়ি -
সারাজীবন থাকতে হবে ,
আমায় এই বেশ্যাপুরী |
নন্দা 12.11.16 9PM.
No comments:
Post a Comment