মন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মন , এমন একটা বস্তু ,
যা হাসতে জানে ,কাঁদতে জানে ,
বেদনা লুকিয়ে রাখতে জানে ,
কিন্তু সে বোবা -
কথা বলতে জানে না |
অনেক সময় সেও -
তার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ,
পারিপার্শ্বিক নানান ঘটনাপ্রবাহের কারণে ,
তখন মন যা সায় দেয়না ,
এমন কোনো কাজ -
করতেও বাধ্য হতে হয় |
এই মন-ই আবেগে ভাসে ,
অপমান ,অপবাদে কাঁদে ,
সব- ই নীরবে ,
মনের খবর অন্য কেউ জানে না !
নন্দা 13.11.16 2AM.
No comments:
Post a Comment