Friday, December 23, 2016

শুণ্য জীবন
        নন্দা মুখার্জী রায় চৌধুরী
গানের খাতায় ভর্তি শুধু ,
    স্বরলিপি লেখা ,
সুর কণ্ঠে নেই যে আমার ,
    পাইনা সুরের দেখা |
তুমি ছিলে ,সুর ছিলো ,
    ছিলো সাথে গান ,
বেহিসাবী হয়ে আজ -
     শুণ্য হলো জীবন !
আছে যত মনের ক্ষত ,
    সারবে না তা কোনো কালে ,
সুরের মাঝেই ডুবতে গিয়ে -
    হারালাম সব অকালে !
নন্দা   23.12.16  11pm.

No comments:

Post a Comment