সময়ের সঙ্গী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বেঁচে আছি-
মৃত্যু এখনো কাছে টানেনি তাই !
বাঁচার তাগিদে বেঁচে আছি |
ভালো আছি-
কেউ জানতে চাইলে হেসে বলছি ,
সত্যিই কি ভালো আছি ?
রোগ ,যন্ত্রনা ,অভাব ,চাহিদা -
সর্বক্ষণের সঙ্গী হয়ে আছে !
সময়ের গতি যে থামে না ,
তাই সর্বসঙ্গীকে সঙ্গে নিয়েই ,
এগিয়ে চলেছি মৃত্যুর কাছাকাছি |
যে সময়টা পিছনে ফেলে চলেছি -
সেই সময়টাকেই স্বর্ণযুগ বলছি ,
তখন কি সঙ্গীরা সাথে ছিলোনা ?
আসলে হারিয়ে যাওয়া সবকিছুর,
আমরা কদর করি বেশী !
নন্দা 1.12.16 12.40AM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বেঁচে আছি-
মৃত্যু এখনো কাছে টানেনি তাই !
বাঁচার তাগিদে বেঁচে আছি |
ভালো আছি-
কেউ জানতে চাইলে হেসে বলছি ,
সত্যিই কি ভালো আছি ?
রোগ ,যন্ত্রনা ,অভাব ,চাহিদা -
সর্বক্ষণের সঙ্গী হয়ে আছে !
সময়ের গতি যে থামে না ,
তাই সর্বসঙ্গীকে সঙ্গে নিয়েই ,
এগিয়ে চলেছি মৃত্যুর কাছাকাছি |
যে সময়টা পিছনে ফেলে চলেছি -
সেই সময়টাকেই স্বর্ণযুগ বলছি ,
তখন কি সঙ্গীরা সাথে ছিলোনা ?
আসলে হারিয়ে যাওয়া সবকিছুর,
আমরা কদর করি বেশী !
নন্দা 1.12.16 12.40AM.
No comments:
Post a Comment