"বিরহের রাত কাটে না "( অনু কবিতা )
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বিরহের রাত কাটে নাগো কাটেনা -
সব কিছু যে ভুলে থাকা যায় না ,
রাত যত গভীর হয় ,
স্মৃতিগুলি জেগে যায় ,
চোখেতে ঘুম যে আসেনা আসেনা ,
জানালারও ফাঁক দিয়ে ,
দেখা যায় চাঁদ একফালি ,
সেও বুঝি বিরহে -
রাত জাগে একাকী ,
ভালোবাসার বিনিময়ে পদাঘাত পেয়েছি ,
স্মৃতিগুলি নিয়ে শুধু ,
আমি বেঁচে রয়েছি |
নন্দা 13.11.16 1.30am
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বিরহের রাত কাটে নাগো কাটেনা -
সব কিছু যে ভুলে থাকা যায় না ,
রাত যত গভীর হয় ,
স্মৃতিগুলি জেগে যায় ,
চোখেতে ঘুম যে আসেনা আসেনা ,
জানালারও ফাঁক দিয়ে ,
দেখা যায় চাঁদ একফালি ,
সেও বুঝি বিরহে -
রাত জাগে একাকী ,
ভালোবাসার বিনিময়ে পদাঘাত পেয়েছি ,
স্মৃতিগুলি নিয়ে শুধু ,
আমি বেঁচে রয়েছি |
নন্দা 13.11.16 1.30am
No comments:
Post a Comment