.(1) *দেবী*. ===========_____=============_____. চোখ ভর্তি জল নিয়ে ঝুমার ছবিতে মালা পড়াতে পড়াতে অয়ন ফিরে গেলো সাতাশ বছর আগের দিনগুলিতে / আজ ঝুমা আর অয়নের ছেলের বিয়ে / বিসমিল্লা খানের সানাই এর সুর বেজে চলেছে / বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ,পাড়া প্রতিবেশী / সাতাশ বছর আগে ঠিক এই রূপ একটি দিনে অয়ন ছিলো উদ্ভ্রান্ত ,বিয়েতে তার মোটেই মত ছিলো না / বিয়ে করার কোনো অধিকার তার ছিলো না / মাত্র সতের বছর বয়সে তার একটা বড় এক্সিডেন্ট হয় / কিডনির চার ইঞ্চি নীচু থেকে হাড় ভেঙ্গে চৌচুর / বাঁচার কোনো সম্ভবনা ছিলো না /প্রায় ছয় মাস ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় সে উঠে বসতে পাড়ে / ছোট একটা শিশু যে ভাবে হাটা শেখে ঠিক সেই ভাবে সে আস্তে আসতে একটু একটু করে নুতন ভাবে হাটা শিখতে লাগলো / যেনো নুতন জীবন সে ফিরে পেলো / কিন্তু যে যা হারিয়ে ফেললো তা একটা পুরুষ মানুষ হয়ে বেচে থাকার অর্থ তাই হারিয়ে গেলো / জীবনের সব আশা ,আকাংখা সব কিছু ধুলিসাৎ হয়ে গেলো / সুস্থ্য হওয়ার কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারলো কোনো নারীকে শারীরিক ভাবে খুশি করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে / অনেক ডাক্তার সে দেখিয়েছে ; কিন্তু বাস্তব ক্ষেত্রে ঈশ্বর তার সাথে নিষ্ঠুর পরিহাস করেছেন / অগত্যা তাকে এটা মেনে নিতেই হয়েছে / কিন্তু মা ,বাবাকে সে তার এই দু:ভাগ্যের কথা জানাতে পারে নি ; কারণ তাদের একমাত্র সন্তান সে / দিন গড়িয়ে চলে / নিজের কষ্ট বুকে চেপে সে ও এগিয়ে চলে / অল্প বয়সেই সে ব্যাঙ্কে চাকরি ও জুঠিয়ে ফেলে / এবার মা ,বাবা চেষ্টা করতে থাকেন তার বিয়ে দেওয়ার / অয়নের মাথায় বাজ ভেঙ্গে পড়ে / তারা নাছোরবান্দা / পাত্রী দেখে পছন্দ ও করে ফেলেন / . (2). অয়ন অনেকবার ঝুমার সাথে দেখা করার চেষ্টা করে বিফল হয়েছে / রক্ষনশীল পরিবারের মেয়ে ,ঝুমার বাপের বাড়ির লোকেরা কিছুতেই বিয়ের আগে ছেলেমেয়ের দেখা সাক্ষাত কোরতে দেবেন না / তা হলে কি ঝুমার মা ,বাবাকে যেয়ে বুঝিয়ে বলবে ? কিন্তু তাহলে তো বাড়ির সকলে জেনে যাবে ,সুইসাইড কোরলে তো বাবা ,মা মরে যাবেন / অন্য কোনো পথ সে খুঁজে না পেয়ে ভিতরে ভিতরে ক্ষয় হয়ে যেতে লাগলো / তারপর সে ঠিক করলো - ফুলশয্যার রাতে সে ঝুমাকে বুঝিয়ে বলবে - নিরুপায় হোয়ে সে বিয়ে করতে রাজি হয়েছে / আজ থেকেই সে মুক্ত / ঝুমা ইচ্ছা করলে সেই মুহুত্তেই সে শ্বশুরবাড়ি ত্যাগ করতে পারে / কেউ বাধা দিলে অয়ন নিজেই প্রাচীর হয়ে দাড়াবে / এই ছাড়া তার আর কোনো পথ খোলা নেই /. . ঝুমা ও অয়নের বিয়ে হয়ে গেলো /বিয়ের দিন থেকেই ঝুমা লক্ষ্য করেছে ,অয়নের মুখে কোনো হাসি নেই /ভেবেছে হয়ত গম্ভীর প্রকৃতির মানুষ সে /ফুলশয্যার রাতে অয়ন ঝুমাকে যা বলল ,ঝুমা কোনদিন স্বপ্নেও ভাবেনি বিধাতা তার সাথে নিষ্ঠুর খেলা খেলবেন !! ঝুমা বাকরুদ্ধ ! চোখ নীচু কোরে অয়নের সব কথা শোনার পর চোখ ভর্তি হয়ে গেল জলে / কিন্তু অয়ন যাতে সে জল দেখতে না পায় তার যথা সাধ্য চেষ্টা করে গেলো /অয়ন ঝুমাকে জানালো - যে সে কোনদিন ঝুমাকে শারীরিকভাবে সুখ দিতে পারবে না ; কারণ সে শারীরিকভাবেই অক্ষম /যা বাড়ির কেউ জানে না /আর এই কথাটিই বলার জন্য সে বার বার ঝুমার সাথে দেখা করতে চেয়েছে /সে ঝুমাকে আরও বলে ,"আমি অনেকবার ভেবেছি সুইসাইড করি ; কারণ একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে পারি না /কিন্তু পরমুহুত্তেই আমি আমার মা ,বাবার কথা ভেবেছি / আমি ছাড়া তাদের তো আর কেউ নেই / আমি তাদের কষ্ট দিতে পারিনি /বিশ্বাস করুন ,আমি কাউকেই কষ্ট দিতে পারিনা / আপনি যখন খুশি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারেন /কেউ আপনাকে বাধা দেবে না /আপনি কেনো নিজের জীবনটাকে নষ্ট কোরবেন ?আপনি সুন্দরী ,শিক্ষিতা - যে কোনো পুরুষ আপনাকে পছন্দ করবে / আপনাকে কাউকে কিছুই বলতে হবে না / যা বলার সবাইকে আমি বোলবো / আমার এই অক্ষমতার জন্য আমি হাত জোড় কোরে আপনার কাছে ক্ষমা চাইছি /" ঝুমা নিথর ,শুধুমাত্র শ্বাস-প্রশ্বাসটাই তার চলছে / তার মনে হচ্ছে যেনো সে শুন্যে ভাসছে ?তার জীবনে এত বড় অভিশাপের কথা সে কোনদিন স্বপ্নেও ভাবেনি / কতক্ষণ সে এভাবে বসে রয়েছে সে নিজেও জানে না / হঠ্য়াত বাইরে থেকে কথার আওয়াজে তার সম্বিত ফেরে /দেখে ঘরে অয়ন নেই / লাইট জ্বলছে / বুঝতে পারে ভোর হয়ে গেছে / তাড়াতাড়ি উঠে বিছানার ফুলগুলি সরিয়ে ,সুন্দর ভাবে বিছানাটাকে গুছিয়ে ,নিজের ফুলের সাজ খুলে ,স্নান করে ,চওড়া করে সিদুর পড়ে বাইরে বেড়িয়ে আসে /আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধু স্থানীয়রা তাকে চেপে ধরে ফুলশয্যার রাতের ঘটনা শোনার জন্য /এক এক জনের এক এক রকম প্রশ্নের উত্তরে ঝুমা লজ্জাবনত চোখে শুধু হেসে যায় আর এদিকে ওদিকে তাকিয়ে শুধু দেখে অয়ন আছে কিনা / অয়নকে কোথাও সে দেখতে পাচ্ছে না কিন্তু কাউকে জিগ্গেস কোরতেও সাহস পাচ্ছে না / সকাল গড়িয়ে দুপুর ,তখনও অয়নকে দেখতে না পেয়ে সে সত্যিই উতলা হয়ে পড়লো /তাহলে কি মানুষটা ---না না ...তা কি করে হয় ?কিন্তু কোথায় গেলো সে ? কাউকেই কিছু জিগ্গেস করতে পারছে না / নুতন বৌ - কেউ যদি কিছু মনে করে ? সন্ধ্যায় অয়ন ঘরে ফিরলো ; ঝুমা তখন একাই ছিলো ঘরে /অয়ন ঘরে ঢোকার সাথে সাথেই ঝুমা উঠে দরজাটা বন্ধ করে দিলো / অয়নকে বললো ," আপনার সাথে আমার একটু কথা আছে "/ অয়ন বুঝতে পারলো ঝুমা তাকে কি বোলবে /সে চুপ কোরে যেয়ে খাটের উপর পা ঝুলিয়ে বসলো / কিন্তু অয়নকে অবাক করে দিয়ে ঝুমা অয়নের গা ঘেষে যেয়ে বোসে তাকে যা বললো অয়ন তার জন্য মোটেই সে প্রস্তূত ছিলো না / সে মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাদতে লাগলো আর বলতে লাগলো ," না এ কিছুতেই হোতে পারে না /আমি আপনার জীবনটাকে কিছুতেই নষ্ট কোরতে পারিনা" /ঝুমা আরও একটু অয়নের কাছে এগিয়ে যেয়ে তার একটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললো ," যে কথাটা এতদিন শুধু আপনি একাই জানতেন ; সেই কথাটা গতকাল থেকে শুধু আমি জানলাম / আমায় ছুয়ে কথা দিন ,আপনি কোনদিন কোনো অবস্থাতেই এই কথাটা আর কাউকেই বলবেন না / আর হ্যা -আমরা স্বামী ,স্ত্রী - পৃথিবীর কাছে এটাই আমাদের পরিচয় / তাই আপনি নয় ; আজ থেকে আমরা পরস্পরকে তুমি বলে কথা বোলবো /