রিক্ত
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এখনো তোকে ভূলিনিরে !
রোজ তোর কথা মনে পরে ,
অনেক রাতে হোটেল থেকে,
গান গেয়ে যখন বাড়ি ফিরি ,
গাড়িতে তোর কথায় শুধু ভাবি ,
আমার নিজের গাড়ি নয় ,
হোটেল মালিকের গাড়ি |
আমি এখন অনেক রোজগার করি ,
ছোট বোন দু'টির বিয়ে দিয়েছি ,
ভাইকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি ,
সে ভালো রোজগার করছে দেখে ,
তারও বিয়ে দিলাম |
মাস খানেকের মধ্যেই -
বৌকে নিয়ে আলাদা হয়ে গেলো ;
আমি নাকি চরিত্রহীনা ;
হোটেলে গান করি যে ,
আর কেউ বিশ্বাস করেও না ,
কিন্তু তুই বিশ্বাস কর ,
গান আমি হোটেলে গাই ঠিকই ,
কিন্তু শরীর আমি বিক্রি করিনি |
যেদিন তুই চাকরি পেয়ে এসে -
আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিলি ,
আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম ,
কারণটাও তুই জানিস ;
তার কয়েকদিন আগেই ,
মায়ের ক্যান্সার ধরা পরে ,
বাবা তো অনেক আগেই -
আমাদের ছেড়ে চলে গেছেন |
গানের গলাটা আমার ভালো ছিলো ,
তাকেই আশ্রয় করে ,
নিজের জীবনের বিনিময়ে -
ভাইবোনদের মানুষ করে -
তাদের সুখ দিতে চেয়েছিলাম ,
তাই নিজের সুখকে বিসর্জন দিয়েছিলাম -
তোকে ফিরিয়ে দিয়ে |
মানুষ করতে হয়তো পারিনি ,
কিন্তু ওদের সুখ দিতে পেরেছি ;
মাকেও অনেক বছর -
বাঁচিয়ে রাখতে পেরেছিলাম ।
বোনেরা কোনো সম্পর্ক রাখেনি ,
আমি যে হোটেল সিঙ্গার !
শ্বশুড় বাড়ির লোকেরা নিষেধ করেছে !
আমি এখন সম্পুর্ণ একা ,
সব কিছু সবাইকে দিয়ে ,
তোকে ফিরিয়ে দিয়ে আমি নিঃস্ব !!
নন্দা 2.12.16 1.10