</এক ঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না / প্রকৃত ভালবাসার মধ্যে একটু রাগ ,একটু অভিমান ,একটু সন্ধেহ না থাকলে - ভালোবাসাটা ঠিক ভালোবাসা হয়ে ওঠে না / ভাবুন তো - কাউ কে নিয়ে সন্দেহ কোরে ভালোবাসার মানুষটার সামনে থেকে হেঁটে ; তার সব দায়িত্ব পালন কোরে চলেছি / রাতে পাশাপাশি শুয়ে দুজন দুদিকে কতক্ষণ মুখ ফিরিয়ে থাকা যায় ? প্রকৃত ভালোবাসা থাকলে তখন একজন আর একজনের চোখের জল মুছাতে ব্যস্ত হয়ে পরে / কোনো অনুষ্ঠানে কোনো সুন্দরী মহিলা বা কোনো সু - পুরুষ কে দেখে একটু আড় চোখে দেখলে ; ভালোবাসার মানুষ দুটির পরস্পরের কারও চোখে পড়লে, তা নিয়ে একটু মন্কসাকসী ,একটু ঝগড়া না হলে কি ভালোবাসাটা প্রকৃত অনুভব করা যায় ? তাই ভালোবাসার মধ্যে একটু আধটু সন্ধেহ থাকা ভালো তাতে ভালোবাসার গাড়ত্ব আসে /
Saturday, March 12, 2016
valo basai sondheho thaka aktu valo..
</এক ঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না / প্রকৃত ভালবাসার মধ্যে একটু রাগ ,একটু অভিমান ,একটু সন্ধেহ না থাকলে - ভালোবাসাটা ঠিক ভালোবাসা হয়ে ওঠে না / ভাবুন তো - কাউ কে নিয়ে সন্দেহ কোরে ভালোবাসার মানুষটার সামনে থেকে হেঁটে ; তার সব দায়িত্ব পালন কোরে চলেছি / রাতে পাশাপাশি শুয়ে দুজন দুদিকে কতক্ষণ মুখ ফিরিয়ে থাকা যায় ? প্রকৃত ভালোবাসা থাকলে তখন একজন আর একজনের চোখের জল মুছাতে ব্যস্ত হয়ে পরে / কোনো অনুষ্ঠানে কোনো সুন্দরী মহিলা বা কোনো সু - পুরুষ কে দেখে একটু আড় চোখে দেখলে ; ভালোবাসার মানুষ দুটির পরস্পরের কারও চোখে পড়লে, তা নিয়ে একটু মন্কসাকসী ,একটু ঝগড়া না হলে কি ভালোবাসাটা প্রকৃত অনুভব করা যায় ? তাই ভালোবাসার মধ্যে একটু আধটু সন্ধেহ থাকা ভালো তাতে ভালোবাসার গাড়ত্ব আসে /
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment