Sunday, March 6, 2016

... ... ..."ফিরে আয়"... ... ...


      ফিরে আয়
               নন্দা মুখার্জী রায় চৌধুরী                                                                 
তোর কি মনে আছে আমার কথা ?
 সেই স্কুল জীবনের খুনসুটি ?
 পথের মাঝ খানে  দাঁড়িয়ে-  করতিস তুই ঝগড়া- ঝাটি,
 শুধু মাত্র আমায় রাগাবার জন্য;
রাগলে নাকি আমায়  তুই,  খুব সুন্দর দেখতিস l
যেদিন খুব বৃষ্টি হতো- সেদিন ছাদের  উপর দাঁড়িয়ে, দুজনে খুব ভিজতাম।
ভালোবাসার জ্ঞানটা তখনও  আমার ভালো হয় নি,
কিন্তু তুই কাছে থাকলে , আমার খুব ভালো লাগতো।
হঠাৎ বিদ্যুত চমকের আওয়াজ এ , তোকে জড়িয়ে ধরেছিলাম-
সে এক অদ্ভুত অনুভুতি,
সেদিন ই  প্রথম বুঝলাম- ভালোবাসি তোকে।
আবার যখন তুই বাইরে পড়তে চলে গেলি, হঠাৎ করে,
তোর শুন্যতা আমায় বুঝিয়ে দিলো- ভালোবাসি তোকে। তোর কি আজ মনে পড়ে , সেই দিনগুলির কথা ?
আমি আজও আছি তোর অপেক্ষাতেই,
তুই ফিরে আসবি তো ?
আবার আমার কাছেই ?

No comments:

Post a Comment